
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর উপজেলা সদরের খামার ব্যবস্থাপকের কার্যালয়ের কাছে একটি অজ্ঞাত প্রাইভেটকার প্রায় ৪দিন যাবৎ পড়ে রয়েছে। খোঁজ মিলছে না মালিকের, এ নিয়ে চলছে পথচারীদের নানাগুঞ্জন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসদরের খামার ব্যবস্থাপকের কার্যালয়ের কাছে গত শনিবার ভোররাতে কে বা কাহারা কালো রঙের এই প্রাইভেটকারটি ফেলে রাখে। পরদিন স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করে। রোববার সকাল থেকে এখনও ওই গাড়ির কোন মালিক খুঁজে পায়নি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলেন, এই গাড়িটি এখানে ৪ দিন ধরে লক অবস্থায় পড়ে রয়েছে। গাড়ীর রং কালো নিচে মাঝারী লাল রং বিদ্যমান। টয়োটা গাড়ী যার নম্বর ঢাকা মেট্রো-গ ১১-৮১৩৬। এই জায়গায় ৪দিন পড়ে থাকায় ধূলোবালিতে গাড়ীর রং এখন বিবর্ণ হয়ে গেছে।
এ বিষয়টি নিয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দৃষ্টি আকর্ষণ করতে চাইলে তিনি বলেন, আমি অজ্ঞাত প্রাইভেট কারটির খবর পাওয়া মাত্রই তা সিজারলিস্ট করিয়েছি। গাড়িটি থানা হেফাজতে আনার ব্যবস্থা করা হচ্ছে।