কলমাকান্দায় অটোরিকসা চাপায় কিশোরের মৃত্যু

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় অটোরিকসা চাপায় আজিজুর রহমান (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার কৈলাটি ইউনিয়নের মহিষশুড়া ভাঙাব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর মহিষশুড়া গ্রামের নাজিমউদ্দিনের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মহিষশুড়া ভাঙাব্রীজের কাছে বিকালে রাস্তার পাশে দাড়িয়ে থাকা আজিজুরকে একটি দ্রুতগামী অটোরিকসা চাপা দিলে সে মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম অটোরিকসা চাপায় কিশোর আজিজুর রহমান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।