
বিশেষ প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি’র নামে ভুয়া আইডি খোলার অভিযোগে নেত্রকোণা মডেল থানায় জিডি করা হয়েছে।
রোববার নেত্রকোণা মডেল থানার শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা আতাউর রহমান মানিকের ছেলে মোঃ রেজাউর রহমান ফয়সাল (30 ) মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপির পক্ষে এ জিডি করেন। জিডি নং 1832 তারিখ 31,03,2019 জিডিতে উল্লেখ করা হয়,কে বা কারা হীন উদ্দেশ্যে মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপির নাম ব্যবহার করে ফেইসবুকে ভুয়া আইডি খোলে ( আশরাফ আলী খান খসরু) নামে দীর্ঘ দিন যাবত ব্যবহার করে আসছে। নিরাপত্তার কথা চিন্তা করে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে মর্মে উল্লেখ করা হয়।
নেত্রকোণা মডেল থানার ওসি মোঃ তাজুল ইসলাম জানান, আমরা বিষয়টি উদ্বোতন কর্তৃপক্ষকে জানিয়েছি। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নামে ভুয়া ফেইসবুক আইডিটি বন্ধের ব্যাপারে ব্যবস্থা নেয়া সহ যে এই কাজ করেছে তাকে আইনের আওতায় আনা হবে।