
বিশেষ প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইল বাড়ি ইউনিয়নে দু’পক্ষের সংঘর্ষে স্বপন মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার বিকেলের দিকে ওই ইউনিয়নের আমতলা গ্রামের স্বপন মিয়া ও প্রতিবেশি জহিরুলের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ সূত্র ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে একজন নিহত ছাড়াও উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী এ তথ্য নিশ্চিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে রয়েছেন।