কলমাকান্দায় কিশোরের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ

কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দায় প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে (৬) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে এক কিশোরকে এ ঘটনায় অভিযুক্ত করে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
অভিযুক্ত ওই কিশোরের নাম মো. রিফাত মিয়া (১৬)। সে কলমাকান্দার উত্তর রানীগাঁও এলাকার বাসিন্দা। বর্তমানে সে গাজীপুর এলাকায় তার পরিবারের সঙ্গে থেকে ইজিবাইক চালায়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, রিফাত মিয়া সম্প্রতি তার এক আত্মীয়ের (দাদা) মৃত্যুতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে আসে। গত সোমবার দুপুরে খারনৈ ইউনিয়নের কলসিন্দুর গ্রামের খালের পাড়ে ওই শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি ডাক-চিৎকারে স্থানীরা এগিয়ে এলে রিফাত দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। ঘটনায় পাঁচ দিন পর গত শনিবার রাত নয়টার দিকে মেয়েটির মা বাদী হয়ে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার আগের দিন থেকেই অভিযুক্ত ওই কিশোর পালিয়ে যায়।
শিশুটির মা জানান, ঘটনার দিন দুপুর বেলায় মেয়েটি খালের পানিতে গোসল করতে গেলে তাকে একা পেয়ে রিফাত ধর্ষণ করে। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন,‘লোক লজ্জার ভয়সহ কেমন করে এই ঘটনায় মামলা করতে হয় তা তাঁদের আগে কোন ধারণা ছিলনা।’
অভিযুক্ত ওই কিশোর পলাতক থাকায় এ নিয়ে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তার বাবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম রোববার দুপুরে জানান, ‘এ ঘটনায় (রোববার) সকালে শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বখাটে রিফাতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।