যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে-মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইউরো আনিস: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বীর মক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে, এই ইতিহাস কেউ পাল্টাতে পারবে না। এবং সেটি করে দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে নেত্রকোণা জেলা প্রশাসনের আয়োজনে জেলা পাবলিক হলে জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের এক সংবর্বধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু আরো বলেন ৭ মার্চের ভাষণ থেকে আমাদের এই স্বাধীনতা সংগ্রামের শুরু। অনুষ্ঠানে ৫০৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, পুলিশ সুপার জয়দেব চৌধুরী (বিপিএম সেবা), জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামছুজোহা, জেলা মুক্তিযোদ্ধা সাবেক ইউনিট কমান্ডার নূরুল আমীন, বীর প্রতীক খলিলুর রহমান খান খসরু, সদর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী সহ অন্যান্যরা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।