
বারহাট্টা থেকে,মামুন কৌশিক : নানা কর্মসূচীর মধ্য দিয়ে বারহাট্টায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।এ উপলক্ষে মঙ্গলবার সূর্যদোয়ের সাথে সাথে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।একে একে উপজেলা পুলিশ প্রশাসন,বারহাট্টা প্রেসক্লাব, বারহাট্টা সরকারি কলেজ,সিকেপি সরকারি পাইলট হাই স্কুল, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংঘটন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বারহাট্টা সিকেপি সরকারি পাইলট হাই স্কুলের মাঠে সকল শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা ও সকল পেশাজীবী মানুষ একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করে।পরে শান্তির পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন।কুজকাওয়াজ শেষে প্রত্যেকটি প্রতিষ্টান শরীর চর্চা ও মুক্তিযোদ্ধ বিষয়ক ডিসপ্লেতে অংশগ্রহণ করে।