নেত্রকোণায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বিশেষ প্রতিনিধি: শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ এবং রাজাকারমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে নেত্রকোণায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সুর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে দলীয় ভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা প্রশাসক মঈনউল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসন, জেলা ও দায়রা জজের নেতৃতে জেলা জজ আদালত, পুলিশ সুপার জয়দেব চৌধুরীর নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়ের নেতৃত্বে জেলা পরিষদ, পৌর মেয়র আলহাজ¦ নজরুল ইসলাম খানের নেতৃত্বে পৌর পরিষদ, জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান ওসাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খানের নেতৃত্বে জেলা আওয়ামীলীগ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল আমিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আনোয়ারুল হকের নেতৃত্বে জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ বেদীতে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

   
সকাল ৮টায় নেত্রকোণা স্টেডিয়ামে শিশু কিশো দের কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় পাবলিক হলে মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা, দুপুর ১২টায় ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শণ, বাদ জোহর শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা, বেলা ২টায় হাসপাতাল, জেলখানা ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন, বিকালে মহিলাদের খেলাধুলা, প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যায় সরকারী প্রতিষ্ঠানে আলোকসজ্জা ও সংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।