ময়মনসিংহে স্বাধীনতা দিবস উদযাপন

ময়মনসিংহ প্রতিনিধি: বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের পাটগুদাম এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজ কল্যান প্রতিমন্ত্রী শরিফ আহমেদ।

 

 

পরে একে একে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিদর্শক ও ময়মনসিংহ জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ময়মনসিংহ স্টেডিয়ামে একযোগে জাতীয় সংগীত পরিবেশন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বেলুন ও পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ উদ্বোধন করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।