
মোহনগঞ্জ প্রতিনিধি: মোহনগঞ্জে লালন সাঁইজীর স্মরণে ওরস ও লালন মেলা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সমাজ সহিলদেও ইউনিয়নস্থ হাছলা গ্রামে সাঁইজী আস্তানায় মিলাদ মাহফিল, দোয়া ও লালন সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ৫ম ওরছ বার্ষিকী পালিত হয়।
মেলা উদ্ভোধন করেন আস্তানার খাদেম এড. জসীম উদ্দিন তাং,বক্তব্য রাখেন মোহনগঞ্জ উপজেলা পরিষদ এর নব নির্বাচিত চেয়ারম্যান মো: শহীদ ইকবাল, অত্র ইউ পি চেয়ারম্যান আমিনূল ইসলাম সোহেল, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম প্রমূখ । মেলায় কুষ্টিয়া থেকে আগত শিল্পীদয় লালন সঙ্গীত পরিবেশন করেন ।