মদনে চালককে অজ্ঞান করে অটো ছিনতাই

মদন প্রতিনিধি: নেত্রকোণার মদনে অজ্ঞান করে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অটো অটোচালক মোঃ সাফায়েত (২০) মদন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পরিবারের ধারণা অজ্ঞান পার্টির খপ্পরে পরেই এ ঘটনা ঘটতে পারে । চালক উপজেলার মাঘান গ্রামের মোঃ আব্দুল ওয়াহাবের ছেলে।  বৃহস্পতিবার দুপুরে মদন উপজেলার চানগাঁও শাহাপুর ডিজেল পাম্পের সামনে পথচারীরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে।
চালকের বাবা আব্দুল ওয়াহাব জানান,পথচারীরা সাফায়েতের নিকট থাকা মানিব্যাগ থেকে তার বোন সাহিদার মোবাইল নম্বরে ফোন করলে আমরা মদন হাসপাতালে ছুটে আসি। কি ভাবে এ ঘটনা ঘটেছে আমরা জানি না। তবে তার এখনও জ্ঞান ফিরেনি।
মদন থানার ওসি মোঃ রমিজুল হক জানান, এখন পর্যন্ত এ ব্যাপারে আমার জানা নেই। তবে খোঁজ নিচ্ছি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।