‘নারীর চোখে বাংলাদেশ’ শিক্ষার্থীদের নিয়ে ভ্রমণ কন্যাদের নেত্রকোণায় মতবিনিময়

বিশেষ প্রতিনিধি: ‘ট্রাভেলেটস অফ বাংলাদেশের ভ্রমনকন্যা’র আয়োজনে নারীর ক্ষমতায়ন, বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, বাল্যবিবাহ, খাদ্য ও পুষ্টি, আত্মরক্ষার বিভিন্ন কৌশল সংক্রান্ত কর্মপন্থা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নেত্রকোণা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে সচেতনতা মূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিবানী সাহা উদ্ধোধন করেন। ট্রাভেলেটস অফ বাংলাদেশ এর ২ চিকিৎসকসহ ৫ ভ্রমনকন্যা বিদ্যালয়ের ষষ্ঠ, সপ্তমও নবম শ্রেনীর শিক্ষার্থী বা কিশোরীদের সাথে উপরোক্ত বিষয় নিয়ে কথা বলেন এবং এ সংক্রান্ত সচিত্র ভিডিও চিত্র প্রদর্শিত হয়। এই ৫ ভ্রমনকন্যা হচ্ছেন, ঢাকা মেডিকেল কলেজের ডাঃ সাকিয়া হক, ডাঃ মানসী সাহা, ঢাকা বিশ^বিদ্যালয়ের সিলভী রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুনতাহা রুম্মান অর্থী এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কাজী শান্তা এই কাজে অংশ নিচ্ছেন। ৫ জন ভ্রমনকন্যা স্কুটি করে সারা দেশের ৬৪ জেলায় এধরনের কাজ করবেন বলে জানান। তাদের ভ্রমনের মধ্যে বুধবার পর্যন্ত নেত্রকোণা জেলা হচ্ছে ৫২তম জেলা। নারীর আত্মরক্ষা, নারীর শিক্ষা, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ রোধসহ নানাবিধ বিষয় নিয়ে তারা কাজ করছেন বলে জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।