নেত্রকোণা সীমান্তের গীর্জাগুলোতে র‌্যাবের নিরাপত্তা জোরদার

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার সীমান্তবর্তী এলাকার ৪০টি গীর্জায় র‌্যাবের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিউজিল্যান্ডে মসজিদে হামলার ঘটনার প্রেক্ষিতে এ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান কিশোরগঞ্জ র‌্যাব-১৪ এর অধিনায়ক শোভন খান। তাঁর নেতৃত্বে ২০ জনের ২টি টহল এবং সাদা পোষাকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
র‌্যাব-১৪ এর অধিনায়ক আরো জানান, গেল কয়েকদিন আগে নিউজিল্যান্ডের একটি মসজিদে বন্ধুকধারীর গুলিতে অনেকেই নিহত এবং আহত হয়। এরই প্রেক্ষিতে নেত্রকোণা জেলার আদিবাসী অধ্যুষিত উপজেলা দুর্গাপুর, কলমাকান্দা এবং পূর্বধলার বিভিন্ন গীর্জায় র‌্যাবের এই টহল মোতায়েন করা হয়েছে।
তিনি আরো বলেন, এই টহলের উদ্দেশ্য হচ্ছে গীর্জায় প্রার্থনা চলাকালে কোন অপরিচিত যেন না আসে। প্রয়োজনে চেকআপ করে তাদের ঢুকতে দেয়া হবে। এছাড়াও আদিবাসীদের সতর্ক থাকার জন্য তাদের বিভিন্নভাবে উপদেশ দেয়া হচ্ছে। যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। এই টহল অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।