নিউজিল্যান্ড মসজিদে হামলার প্রতিবাদে ত্রিশালে বিক্ষোভ মিছিল

ত্রিশাল প্রতিনিধিঃ নিউজিল্যান্ডের একটি মসজিদে নামাজরত মুসুল্লিদের উপর খ্রিষ্টান জঙ্গিদের হামলার প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে রোববার বিকেলে উলামায়ে কেরাম ও তাওহীদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি আসর নামাজের পর সাব-রেজিষ্ট্রি অফিস মসজিদের সামনে থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে ত্রিশাল সরকারী নজরুল কলেজের সামনে অনুষ্ঠিত সমাবেশে হামলায় জড়িত খ্রিষ্টান জঙ্গিদের আইনের আওতায় কঠিন শাস্তির দাবিতে ত্রিশাল সাব-রেজিষ্ট্রি অফিস মসজিদের পেশ ইমাম ফখরুদ্দি,দরিরামপুর জামে মসজিদের ইমাম দিন মোহাম্মদসহ বিভিন্ন মসজিদের ইমামগন বক্তব্য রাখেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।