ময়মনসিংহে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ময়মনসিংহ প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ময়মনসিংহে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী  ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে।  আজ সকালে সার্কিট হাউজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগন। পরে একটি বর্ণাঢ্য আনন্দ র্যা লি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে টাউন হলে গিয়ে শেষ হয়।
র্যা লিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শিশু সমাবেশ, আনন্দ র্যারলি, আলোচনা সভাসহ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিভাগীয় নগরী ময়মনসিংহে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
র্যা লি শেষে টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) নিরঞ্জন দেবনাথ, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু প্রমূখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।