নেত্রকোণায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

বিশেষ প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণায় জাতির জনক বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৯ পালিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকাল পৌনে ৮টায় মোক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী। পরে জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌর মেয়র আলহাজ¦ নজরুল ইসলাম খানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, মুক্তিযোদ্ধা সংসদ পৃথক পৃথক ভাবে শ্রদ্ধা নিবেদন করে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সকাল ৯টায় মোক্তারপাড়া মাঠ থেকে জেলা শহরে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলে এসে শেষ হয়। এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক হল মিলনায়তনে শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য সম্পর্কে আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসনের আয়োজনে পাবলিক হলে বঙ্গবন্ধুর জীবন ওকর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা প্রশাসক মঈনুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক চিন্ময় তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকউল্লাহ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান, সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান, বিজ্ঞ জিপি এডভোকেট আমিরুল ইসলাম, রেডক্রিসেন্ট সোসাইটি নেত্রকোণা জেলা ইউনিটের সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমূখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।