বারহাট্টায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

বারহাট্টা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় নানান আয়োজনর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস রোববার পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক ও সাং¯ৃ‹তিক সংগঠন নানা কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও মাল্য দান, বণ্যাঢ্য আনন্দ র‌্যালী, শিশু কিশোরদের রচনা ও চিত্রাঅংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১১টায় উপজেলা মাল্টিপারপাস কাম অডিটরিয়াম হলরুমে আলোচনা সভায় ইউএনও ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অুনষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাইনুল হক কাশেম, আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াহেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাইমিনুর রশীদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, বারহাট্টা সি.কে.পি. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু সরকার বাদল প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।