
মোহনগঞ্জ প্রতিনিধি : নেত্রকোণার মোহনগঞ্জের আদর্শনগরে বাউল সাধক উকিল মুন্সি স্মরণে উকিল মেলায় গানে গানে হাওরের মানুষদের মাতিয়ে গেলেন প্রখ্যাত সংগীত শিল্পী মমতাজ বেগম (এমপি)। তার আগে একই মঞ্চে গান পরিবেশন করেন শফি মন্ডল ও বাংলা একাডেমির বাউল দল। শুক্রবার সকাল ১০ টায় বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকোরের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি সুনামগঞ্জের হাওর এলাকা দিয়ে মোহনগঞ্জ পর্যন্ত উড়াল সড়ক, সুনামগঞ্জ থেকে মোহনগঞ্জ পর্যন্ত রেল সংযোগ ও নেত্রকোণায় কৃষি গবেষণা ইনস্টিটিউট (এ টি আই) নির্মাণ করার কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের মানুষের জীবন মান উন্নয়নে বিশেষ পরিকল্পনা করছেন। তিনি উকিল মুন্সিকে একজন গুণী মানুষ বলেন।
বেলা ৩ টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্যে, তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, হাওরাঞ্চলে শিক্ষার মান বারাতে প্রতিটি বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব করে দেয়া হবে। দুই বিভাগেই সভাপতিত্ব করেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নেত্রকোণা ৪ আসনের এমপি রেবেকা মমিন, প্রখ্যাত লেখক যতিন সরকার, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি রফিকউল্লাহ খান, ডি আই জি নিবাস চন্দ্র মাঝি। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা প্রশাসক মঈনউল ইসলাম। অনুষ্টানের সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদস্য সচিব, মো. মেহেদী মাহমুদ আকন্দ। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র, লতিফুর রহমান রতন,সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো.শহীদ ইকবাল। একিসাথে নব নির্বাচিত ও চেয়ারম্যান মো. শহীদ ইকবালকে ফুল দিয়ে অভিনন্দন জানান, মঞ্চের প্রধান অতিথি আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার।