
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের এক ইউপি সদস্যকে বসতঘরে হাত পা বেঁধে হত্যার চেষ্টা করেছে দুবৃর্ত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ফেরদৌস রহমান (৪৫) তার নিজ বাড়ি চরপাড়া গ্রামে বৃহষ্পতিবার রাতে প্রতিদিনের মতোই ঘুমাচ্ছিল। ওইদিন গভীর রাতে দুবৃর্ত্তরা ঘরের বেড়া কেটে প্রবেশ করে ইউপি সদস্য ফেরদৌসের হাত পা ও মুখ বেঁধে মারধরে করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরে সকালে ঘটনা টের পেয়ে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছে।
বারহাট্টার উপজেলা রায়পুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রাজু জানান,পূর্ব শত্রুতার জেরে এ ঘটনাটি ঘটতে পারে। ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে ঘটে থাকতে পারে। মেম্বারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ফেরদৌসের চিকিৎসা চলছে। সুস্থ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বারহাট্টা থানার ওসি বদরুল আলম জানান, ঘটনাটি তিনি শুনেছেন। আহত মেম্বার ফৌরদৌস কিছুটা সুস্থ আছে। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।