মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও মুক্তিযুদ্ধকালীন গণহত্যার বর্ণণানুষ্ঠান

কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গন ও ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ করে এক গল্প অনুষ্ঠান হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার সীমান্তবর্তী নলছাপ্রা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক কপোতী ঘাগ্রা’র সঞ্চালনায় মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গন ও ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ করে গল্প অনুষ্ঠানে কথা বলেন -সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুলতান গিয়াস উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা তরুন জাম্বিল, বীর মুক্তিযোদ্ধা মো.বজলুর রহমান ও নারী বীর মুক্তিযোদ্ধা সন্ধ্যা রানী সাংমা প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ্ মো. ফখরুল ইসলাম ফিরোজ,উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম ভূঁইয়া, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহম্মেদ রাজু ও সেক্রেটারি মো. ফখরুল আলম খসরু।
এতে উপজেলার নাজিরপুর ও লেঙ্গুরা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাসহ নানান শ্রেণী পেশার লোকজন অংশ নেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।