
বিশেষ প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে নেত্রকোণায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পাবলিক হলের সামনে গিয়ে র্যালীটি শেষ হয়।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ করিম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে জেলা পাবলিক হলে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেখানো হয়।