নেত্রকোণার একমাত্র নারী প্রার্থী দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত

দুর্গাপুর প্রতিনিধি: কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই, সুন্দর ও সুষ্টুভাবে নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলার একমাত্র নারী প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে ৩৭৪৬১ ভোট পেয়েছন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ এমদাদুল হক খান নৌকা প্রতীক পেয়েছেন ১৩,৪৫১। ভাইস চেয়ারম্যান পদে নাজমুল হাসান নীরা সাদ্দাম আকঞ্জি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ৩০৪৪৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম ফাহমী ভূইয়া (তালা) প্রতীকে ২৪৮৬৩ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে পারভীন আক্তার ৩২৫২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি তহুরা বেগম কলস প্রতীকে ২৫১৩৪ ভোট পেয়েছেন

বেসরকারীভাবে বিজয়ী চেয়ারম্যান ঝুমা তালুকদার মহান আল্লাহ্তায়ালা ও উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শত প্রতিকুলতা থাকা স্বত্বেও আমি এত ভোট পেয়ে বিজয়ী হবো ভাবতে পারিনি। বড় আশা নিয়ে মানুষ আমায় ভোট দিয়েছেন, সাধারণ ভোটারদের আশা ও আমার বাবার স্বপ্ন পুরণে সর্বদা প্রস্তত থাকবো।

ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি ও পারভীন আক্তার বলেন, বহু আশা নিয়ে সাধারণ ভোটারগন আমাদের নির্বাচিত করেছেন, দায়িত্বে থাকা কালীন ভোটারদের সমস্যা সমাধানেই নিয়োজিত থাকবো ইনশাহআল্লাহ্।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।