নেত্রকোণার প্রতিটি থানা ও ব্যারাকে নারীবান্ধব শৌচাগার হবে-পুলিশ সুপার জয়দেব চৌধুরী

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার পুলিশ লাইন্সসহ দশটি থানা ও ব্যারাকে নারীবান্ধব শৌচাগার হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
আন্তর্জাতিক নারী দিবসে শুক্রবার দুপুরে পুলিশ লাইন্সের ইন-সার্ভিস সেন্টারে আলোচনা সভায় ওই আশ্বাস দেন তিনি। এরআগে আলোচনায় বক্তব্য দিতে এসে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চন্দনা রাণী সিংহ নারী পুলিশ সদস্যদের শৌচাগার নিয়ে নানাবিধ সমস্যার কথা জানিয়ে কষ্ট ও বিব্রতকর পরিস্থিতির কথা তোলে ধরেন। পরে বিষয়টি আমলে নিয়ে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জয়দেব চৌধুরী শৌচাগার করে দেয়ার আশ্বাস দেন।
সাংবাদিকদের মধ্যে প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘নারী-পুরুষ’ দুইটি চাকা। একটি অচল হয়ে অপরটি এমনিতেই অচল হয়ে পড়ে। সুতরাং নারী-পুরুষ কোনো বৈষম্যতা নয় বরং কাঁধে কাঁধ রেখে পরষ্পরকে কাজ করতে হবে।
দিবসটিকে কেন্দ্র করে আলোচনার আগে শহরে র্যালি বের করে জেলা পুলিশ সদস্যরা। এতে জেলার শতাধিক নারী পুলিশ সদস্য অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে কর্মরত পুলিশ সুপার এস.এম আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুুপার (অপরাধ) মো. শাহ্জাহান মিয়া, মো. শফিউল ইসলাম (বারহাট্টা সার্কেল), শাহ্ শিবলী সাদিক (দুর্গাপুর সার্কেল), নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান।

এর আগে ভাবি সমান,হই চৌকস, বদলাই নতুনে-শ্লোগানে জেলা পুলিশের আয়োজনে নেত্রকোণায় আর্ন্তজাতিক নারী দিবসে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের কুড়পাড় পুলিশ লাইন্স মোড় থেকে একটি র‌্যালী বের হয়ে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী,অতিরিক্ত পুলিশ (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) এসএম আশরাফুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান মিয়া সহ জেলা পুলিশে কর্মরত পুলিশের সদস্যগণ। এছাড়াও জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে দিবসটি উদযাপিত হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।