
এস,এম, সারোয়ার খোকন: নেত্রকোণার মোহনগঞ্জে মঙ্গলবার দিনব্যাপী হাওরঞ্চলের কুলপোতাক খেলার মাঠে গবাদি পশুকে বিনামূল্যে তড়কা রোগের ভ্যাকসিন দেয়া হয়েছে। উপজেলার সুয়াইর ইউনিয়নের কুলপোতাক ও সুয়াইর গ্রামের কৃষকদের ৫’শ ৩৫টি গরুকে এই ভ্যাকসিন প্রদান ও কৃমি নাশক টেবলেট বিতরণ করা হয়।
হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্পের (হিলিপ) এলজিইডি আয়োজিত ভ্যাকসিন প্রদান কার্যক্রমে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হযরত আলী, হিলিপের জেলা লাইভলীহুড সমম্বয়কারী আবু জাহের, জেলা ট্রেনিং অফিসার বজলুর রহমান গাজী, উপজেলা মোঃ ওমর ফারুক স্যোসাল অর্গানাইজার নরেশ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।