ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনায় নেত্রকোণায় বিশেষ মোনাজাত

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের রোগ মুক্তির জন্য বুধবার সন্ধায় নেত্রকোণার ছোট বাজারস্থ জেলা কার্যালয়ে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিয়র রহমান খান এর সভাপতিত্বে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন মাসুদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, সাংগঠনিক সম্পাদক শামছুর রহমান খান (ভিপি লিটন),দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, মজিবুল আলম হীরা, আতাউর রহমান মানিক,শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম,একেএম নজরুল ইসলাম ফকির প্রমুখ।
আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের রোগ মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামালীগের সভাপতি নজরুল ইসলাম। এসময় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।