নেত্রকোণায় আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: আগামী শুক্রবার ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবসকে কেন্দ্র করে বুধবার নেত্রকোণা শহরের পুরাতন কালেক্টর ভবন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ‘সবাই মিলে ভাবো,নতুন কিছু করো’ নারী পুরুষ সমতায় নতুন বিশ্ব গড়ো’ এই প্রতিপাদ্য বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে নারী নেত্রী মনোয়ারা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অফিসার ফেরদৌসী বেগম, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামসুন্নাহার বিউটি, নারী নেত্রী কোহিনূর বেগম,সেরার নির্বাহী পরিচালক এসএম মুজিবুর রহমান, নারী প্রগতি সংঘের মৃণাল কান্তি চক্রবর্তী এবং জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।