
মোহনগঞ্জ প্রতিনিধি : নির্বাচনী প্রচারণায় নেত্রকোণার হাওরাঞ্চল মোহনগঞ্জ বিরাজ করছে উৎসবের আমেজ। মাইকিং, মিছিল ,মিটিং, জনসভা ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টায় বিভিন্ন প্রতিশ্রুতিতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা পরিষদ নির্বাচনের ১৩ প্রার্থী।
আসন্ন ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে ছয় জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতায় মাঠে রয়েছেন।
সোমবার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৌকার প্রচারণার অংশ হিসেবে একটি বাই সাইকেল মিছিল করে পৌর শহরে ভোটারদের কাছে ভোট চাইতে দেখা যায়। একই দিনে ৭নং গাগলাজুর ইউনিয়নের বরান্তর গ্রামে ও করাচাপুর বাজারে পৃথক দুটি জনসভা করেছে নৌকা সমর্থিত উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-নেত্রীবৃন্দ। মোহনগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী হয়েছেন , আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক পৌর ও উপজেলা চেয়ারম্যান সাবেক মো: শহীদ ইকবাল। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে বিজয়ী হলে মোহনগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি মুক্ত করে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। অন্যদিকে স্বতন্ত্র চয়ারম্যান প্রার্থী হিসেবে, মজিবুর রহমান কাচা মিয়া(আনারস প্রতীক )ও ইজাজুল হক রয়েল (ঘোড়া প্রতীক) নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, তারা প্রচারণায় বলছেন, নির্বাচনে বিজয়ী হলে মোহনগঞ্জকে আধুনিকায়ন করা হবে।
ভাইস চেয়ারম্যান পদে, মো: ওয়াজ উদ্দিন, দীলিপ কুমার দত্ত , সাংবাদিক রুহুল আমিন নগরী ,আবুল খায়ের মিলন,ওমর ফারুক পাবলু, কাজল তালুকদার। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে শান্তা আকন্দ,কামরুন্নাহার বুলবুল, নাছিমা আক্তার লিপি, রুনা আক্তার দিনরাত প্রচরণা চালিয়ে যাচ্ছেন।