ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে কাউকে ছাড় দেয়া হবেনা-জেলা প্রশাসক মঈনউল ইসলাম

শফিকুল আলম শাহীন,পূর্বধলা থেকে : নির্বাচনে কোনো প্রকার অনিয়মের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে কাউকে ছাড় দেয়া হবেনা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে রবিবার বিকেলে নেত্রকোণার পূর্বধলায় জেলা পরিষদ কাম-অডিটরিয়ামে অংশীজনদের সাথে এক মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন নেত্রকোণা জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
এ সময় তিনি ভোটের দায়িত্বে থাকা প্রিজাইডিং,সহকারি প্রিজাইডিং ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীসহ মাঠ কর্মকর্তাদের হুঁশিয়ার করে আরো বলেন, নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব বরদাশত করবে না কমিশন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উক্ত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে’ র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,পুলিশ সুপার জয়দেব চৌধুরী,জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার আব্দুল্লাহ-আল মোতাহ্সিম, আওয়ামীলীগ থেকে মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম সুজন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে স্বতন্ত্র প্রার্থী মাসুদ আলম টিপু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ফৌজিয়া নাজনীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা মো. সিহাব উদ্দিন, পূর্বধলা থানার ওসি মো. বিল্লাল উদ্দিন প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।