
কলমাকান্দা থেকে শেখ শামীম: নেত্রকোণার কলমাকান্দায় উপজেলা নির্বাচনে আগ্রহী প্রার্থীরা উপজেলার সর্বত্র মাঠ চষে বেড়াচ্ছেন। প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা, পরিচয় সভা, মোটরসাইকেল শোডাউনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। প্রতিটি এলাকায় প্রার্থীদের সঙ্গে ভোটার, নেতাকর্মী, সাধারণ মানুষও প্রচারণায় অংশ নিচ্ছে।
স্বতন্ত্র প্রার্থী সাবেক সফল ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক ফজলু ও উপজেলার আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুলতান গিয়াস উদ্দিনসহ উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদেরকে নিয়ে দিন-রাত ব্যাপক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি।
এ সময় তিনি বর্তমান সরকারে উন্নয়ন কর্মকা-, উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরছেন। এ ধরনের গণসংযোগের ফলে প্রতিটি এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
একাধিক ভোটারের সঙ্গে আলাপ করে জানা গেছে, বিএনপির দলীয় প্রার্থী না থাকায় নির্বাচনে বাড়তি সুবিধা লাভ করবে স্বতন্ত্র প্রার্থী সদরের সাবেক সফল ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক (ফজলু)।
স্বতন্ত্র প্রার্থী সাবেক সফল ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক (ফজলু) তার নিজস্ব নানা কৌশলে গণসংযোগ করে যাচ্ছেন। তিনি উপজেলার ৮টি ইউনিয়নসহ প্রতিটি হাট বাজার, গ্রাম, পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এ সময় উপজেলার আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস বলেন উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। ফলে বর্তমান সরকারে উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। স্বতন্ত্র প্রার্থী সাবেক সফল ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক (ফজলু) সে আওয়ামী লীগেরই লোক। তার আনারস প্রতীকে ভোট দিয়ে উপজেলাবাসীকে সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য দল-মত নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই। জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের সহযোগিতা চাই।
উপজেলা পরিষদের স্বতন্ত্র প্রার্থী সদরের সাবেক সফল ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক (ফজলু) বলেন, আমি সাধারণ মানুষের প্রার্থী হয়েছি। সাধারণ মানুষ আমার পক্ষে কাজ করছে। তিনি আরো বলেন কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগেরর একাধিক নেতৃবৃন্দ আমার আনারস প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আশা করি আমরা জয়ী হব। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট স্কুল, কলেজ, মাদরাসা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ সর্বস্তরে মানুষের উন্নয়নের জন্য কাজ করব। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।