নেত্রকোণায় কৃষাণ কৃষাণীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

বিশেষ প্রতিনিধি: বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় নেত্রকোণায় কৃষাণ-কৃষাণী দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান।
এসময় কৃষাণ/কৃষাণীদেরকে ভিয়েতনাম থেকে সংগৃহীত উন্নত (ওমি) জাতের নারিকেল গাছ পরিচর্যার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মতিউজ্জামান ও অতিরিক্ত উপ-পরিচালক সালমা আক্তার। প্রশিক্ষণ শেষে প্রগতিশীল ৪২০ জন কৃষাণ/কৃষাণীকে আমদানীকৃত ১টি করে নারিকেল চারা বিতরণ করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।