নেত্রকোণার মগড়া নদীতে আবজনা ফেলা বন্ধ ও সেতুর বিকল্প সড়ক অপসারণের দাবীতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: পরিবেশ রক্ষায় মগড়া নদীতে ময়লা আবর্জনা ফেলা বন্ধ এবং নদীর উপর ব্রীজ নির্মাণকালে বিকল্প সড়ক দ্রুত অপসারণের দাবীতে নেত্রকোণায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বেসরকারী সংস্থা আইইডি’র সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌরসভার মোড়ে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন চলাকালে মগড়া নদীর নাব্যতা রক্ষা এবং অবিলম্বে পরিত্যক্ত বিকল্প সড়কের মাটি অপসারণের দাবী জানিয়ে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ¦ নজরুল ইসলাম খান, নেত্রকোনা কৃষক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, জনউদ্যোগের আহবায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসেন, সাংবাদিক আলপনা বেগম, ও সোহান আহম্মেদ কাকন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা, আগামী ৭ দিনের মধ্যে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে সংশ্লিষ্ট ঠিকাদার পরিত্যক্ত বিকল্প সড়ক অপসারণ না করলে পৌর নাগরিকদের সাথে নিয়ে বৃহত্তর কঠোর আন্দোলন গড়ে তুলার হুসিয়ারী উচ্ছারণ করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।