কলমাকান্দায় সাংবাদিকদের বনভোজন

কলমাকান্দা প্রতিনিধি: ভারতের মেঘালয় রাজ্য থেকে আসা গনেশ্বরী নদীর পাড়ে ঐতিহাসিক স্থানীয় সাত শহীদ সমাধি স্থলে নানা আয়োজনের মাধ্যমে শুক্রবার দুুুুর্গাপুুর ও কলমাকান্দা প্রেসক্লাব সংবাদকর্মীর মিলন মেলায় পরিণত হয়।।

কলমাকান্দা প্রেসক্লাব সেক্রেটারি ফখরুল আলম খসরু এর সভাপতিত্বে বার্ষিক মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন কলমাকান্দা আওয়ামীলীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ইদ্রিস আলী তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন।

প্রধান অতিথি চন্দন বিশ্বাস সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সংবাদপত্র কর্মীরা সারাটি বছর সকল কাজ কর্মে ব্যস্ত সময় কাটান। বছরের একটি দিনে আজ সবাই একত্রিত হয়েছে বার্ষিক মিলন মেলায়। তাই তাদের একটু আনন্দ দেওয়ার জন্য তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে একটু সময় দিচ্ছি। সাংবাদিকেরা জাতির বিবেক। সাংবাদিকেরা সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার সাথে সাথে অনিয়ম-দুর্নীতি ও তুলে ধরে তারা।

বার্ষিক মিলন মেলা ও বনভোজনের নেতৃত্ব দেন- দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি নিমেলন্দু সরকার বাবুল,কলমাকান্দা প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ আকন্দ , সিনিয়র সাংবাদিক শাহাদাত হোসেন কাজল, মোঃ রফিকুল ইসলাম, মো. জাফর উল্লাহ ও মো. ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

দুই উপজেলার সাংবাদিকদের সম্মানে প্রতি বছরের ন্যায় এবারও এ বনভোজনের আয়োজন করেন চন্দন বিশ্বাস । এতে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৪০ জন সংবাদকর্মী অংশ নেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।