কলমাকান্দায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

কলমাকান্দা প্রতিনিধি :নেত্রকোণা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান ।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) কলমাকান্দায় নতুনভাবে সজ্জিত উপজেলা নির্বাহী অফিসারের কক্ষ উদ্বোধনের মাধ্যমে বিভাগীয় কমিশনার মহোদয় দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন। এরপর তিনি উপজেলা পরিষদের নির্মাণাধীন নতুন কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন ও কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
সফর কালে তিনি উপজেলার রাজাপুর আবাসন প্রকল্পের ১২০টি পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করে তাদের জীবনযাত্রার মান, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার সমাধানে তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন।
আবাসন প্রকল্প পরিদর্শন শেষে মাহমুদ হাসান প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প আশ্রয়ণ-২ এর “জমি আছে ঘর নেই” কর্মসূচির অধীনে নির্মিত একটি ঘর পরিদর্শন করেন।
অপরদিকে রংছাতি ইউনিয়নে “একটি বাড়ি একটি খামার” এর দুটি সমিতির সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করে তাদের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ঋণ প্রদান ও আদায়ে যত্নবান হতে উৎসাহ প্রদান করেন।
প্রতিক্রিয়ায় তিনি সন্তোষ প্রকাশ করে প্রকল্পের সবগুলো ঘর সুন্দরভাবে নির্মাণ সম্পন্ন করার জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উপজেলায় বিকালে লেঙ্গুরা ইউনিয়নে ” ময়মনসিংহ বিভাগীয় ৩য় রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০১৯” উদ্বোধনের মাধম্যে তাঁর দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মঈনউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ ফারুক হোসেন ও অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম।
এসময় বিভাগীয় কমিশনার মহোদয়কে ব্যস্ততার মধ্যেও কলমাকান্দা উপজেলায় দিনব্যাপী কর্মসূচি রাখার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।