
কলমাকান্দা প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কলমাকান্দায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়েছে।
প্রথম প্রহরে শ্রদ্ধা জানান, নেত্রকোণা- ১ আসনের এমপি মানু মজুমদার , সাবেক এমপি ছবি বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, অধ্যক্ষ সুকুমার চন্দ্র বণিক, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, ওসি মো. মাজহারুল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ আখন্দ ও সাধারণ সম্পাদক ফখরুল আলম খসরু, উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট মো. মিজানুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস প্রমুখ ।
এরপর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি কলেজ, উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরসহ ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে শহীদ মিনারের আশপাশে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল।
gvbyl kÖ× Rvbvb|