কলমাকান্দায় গারো ভাষায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কলমাকান্দা প্রতিনিধি: সারাদেশের ন্যায় ক্ষুদ্র-নৃগোষ্ঠী জাতি সংগঠন জিবিসি আয়োজনে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের সীমান্তবর্তী পাতলাবন মিশন স্কুল মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার প্রতীকী কলা গাছ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, জাতীয় পতাকা অর্ধ নিমিত উত্তোলন করে ও কালো ব্যাজ ধারণ, গারো ভাষায় গনসংগীত ও আলোচনা মধ্যে দিয়ে এ দিবসটি পালন করা হয়।
উপজেলা বেসরকারি সংস্থা (এনজিও) পারি স্ট্রাষ্টের গারো ভাষা শিক্ষা ও সংরক্ষণ কমিটির উদ্দ্যেগে পারি কলমাকান্দা ব্যবস্থাপক সুকমল জি মোমিনের সভাপতিত্বে ও নারী নেত্রী শুক্লা নংমিনের সঞ্চালনায় গারো ভাষায় বক্তব্য রাখেন পাষ্টার বিনয় বনোয়ারী, নারী নেত্রী উজলা মানকিং, জয়ন্তী মৃ, তৃপ্তি আরেং রেবেকা ম্রং, প্রবীন ম্রং ও শিক্ষার্থী তৃষা মানকিং প্রমুখ।
আয়োজিত অনুষ্ঠানে সীমান্ত বর্তী বিভিন্ন গ্রামের ক্ষুদ্র-নৃগোষ্ঠী জাতি গোষ্ঠীর নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক শিক্ষার্থীসহ নারী পুরুষ অংশগ্রহন করেন। উল্লেখ্য গারো ভাষায় আন্তর্জাতিক ভাষা দিবস কলমাকান্দা এই প্রথম পালিত হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।