
সেদিন একুশ
-অসীম দেবনাথ
সেদিন ছিল ফেব্রুয়ারীর
উনিশ বায়ান্ন
পুরো দেশটি রক্তমাখা
যেনো লাল চাদর।
আমার ভাইয়ের রক্তে মাখা
সারা বাংলা উত্তাল
কি করে ভুলবো মোরা
লাঞ্চিত মায়ের চোখের জল।
দেখেছি আমি লক্ষ মায়ের সেই
আকুতি ভরা হাহাকার
তাদের তরে জীবন আমার
বাজি ধরি বারবার।
বছর ঘুরে একুশ আসে
আসেন রফিক জব্বার
এই বাংলার ঘরে ঘরে
ফিরবে তারা প্রতিবার।