সেদিন একুশ-অসীম দেবনাথ

সেদিন একুশ
-অসীম দেবনাথ

সেদিন ছিল ফেব্রুয়ারীর
উনিশ বায়ান্ন
পুরো দেশটি রক্তমাখা
যেনো লাল চাদর।

আমার ভাইয়ের রক্তে মাখা
সারা বাংলা উত্তাল
কি করে ভুলবো মোরা
লাঞ্চিত মায়ের চোখের জল।

দেখেছি আমি লক্ষ মায়ের সেই
আকুতি ভরা হাহাকার
তাদের তরে জীবন আমার
বাজি ধরি বারবার।

বছর ঘুরে একুশ আসে
আসেন রফিক জব্বার
এই বাংলার ঘরে ঘরে
ফিরবে তারা প্রতিবার।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।