
যদি ভালবাসা দাও
-কামরুজ্জামান চৌধুরী
একটু যদি আস কাছে বাড়িয়ে দেব হাত
বুকের ভিতর তুষের আগুন নিভিয়ে দাও আজ।
কাল বিকেলের ফাগুন হাওয়ায় ভাসছিল যে বন
প্রাণ পাখিদের কোলাহলে
রাঙিয়েছিলো ক্ষণ।
তুমি যদি ভালবাস বাঁধব বুকে বাঁধ
তোমার ওষ্ঠ রাঙিয়ে দেব চুম্বন চুম্বনে
দিব্যি দিলাম আজ।
১৯/২/১৯