
বিশেষ প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেত্রকোণায় চতুর্থবারের মতো ফাল্গুনের কবিতা ও দেয়াল পত্রিকা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষার্থীরা ১১০টি দেয়ালিকা প্রকাশ করেছে।
বুধবার সকাল ১১:৩০টায় ছোট কাগজ ‘অনুধ্যান’-এর আয়োজনে নেত্রকোণা সরকারি কলেজে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ। প্রাবন্ধিক ও গবেষক বিধান মিত্রের সভাপতিত্বে ও কবি সরোজ মোস্তফার সঞ্চালনায় উৎসব অনুষ্ঠানে ছয়জন গুণীজনকে ‘অনুধ্যান সম্মাননা’-২০১৯ প্রদান করা হয়েছে। এবার যারা সম্মাননা পেয়েছেন- শিক্ষাবিদ অঞ্জন ভদ্র, কবি রইস মনরম, কবি মনোয়ার সুলতান, কবি মাহবুব কবির, বাউল শিল্পী আব্দুস সালাম ও ভাস্কর শিল্পী অখিল পাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী। এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক, সাইফুল্লাহ এমরান, ছড়াকার গাজী মোবারক হোসেন সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে দেয়ালিকা প্রকাশনা কারীদেরকে পুরষ্কিত করা হয়েছে।