
কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় বুধবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সদরের বিভিন্ন পয়েন্টে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমাণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন লাল-সবুজের আমাদের জাতীয় পতাকা মানেই শুধু এক টুকরো কাপড় নয়। এ পতাকা আমাদের রাষ্ট্রের পরিচয়, আমাদের জাতীয়তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। এ পতাকার অবমাননা কোনোভাবেই করা চলবে না। বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডা. ফারুক হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু প্রমূখ।