
একুশ আমার অহংকার
-সাজেদা পারভীন
গাছে গাছে আমের মুকুল
বাতাসে শাল পিয়ালের ঘ্রাণ,
প্রকৃতি জুড়ে এলোমেলো হাওয়া
শিমুল ডালে কোকিলের কুহুতান।।
কোকিলের কূজনে কাঁদে পরান
পলাশ শিমুল রাঙায় মন,
ঐ সাত আসমান জুড়ে
সালাম বরকত রফিকের ক্রন্দন।।
আমারও হৃদয় পোড়ে
যে ভাইটি হারালাম একুশে,
হাজার কোটি ফুলের ভীড়ে
সে যে হাসি মুখে চুপটি বসে।।
পলাশ ফুলের মালা গেঁথে
শিমুল ফুল ডালায় ভরে,
মুখটি খুঁজি হারানো ভাইয়ের
কিন্তু কোথাও পাইনা তারে।।
হাজার কোটি লোকের মুখে
জয়গান যে বাংলা ভাষার,
ভাষার জন্য প্রান দিলে ভাই
সে তো আমার বড় অহংকার।।
একুশ এলেই মনে পড়ে
সেই ভাইয়েরই মুখটি ভারি,
তারই তরে করি সবে
খালি পায়ে প্রভাত ফেরি।।