নেত্রকোণায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: সোমবার দিনগত রাতে জেলা জজ আদালত প্রাঙ্গণে ৩ সপ্তাহ ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল এই খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টটির ফাইনাল খেলায় রানার আপ হয়েছেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোকনুজ্জামান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসেন রনি।
খেলা শেষে জেলা ও দায়রা জজ কে.এম রাশেদুজ্জামান রাজা চ্যাম্পিয়ন ও রানার আপ এর ট্রফি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আফিয়া বেগমসহ বিভিন্ন পর্যায়ের বিচারক, কর্মকর্তারা।
ট্রফি তুলে দিতে গিয়ে জেলা ও দায়রা জজ রাশেদুজ্জামান বলেন,‘খেলাধুলা ও শরীরচর্চায় মনোনিবেশ করা গুরুত্বপূর্ণ একটি বিষয়। এতে করে দেহমন ভালো থাকে। প্রত্যেকের উচিৎ দৈনন্দিন কাজের পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা অব্যাহত রাখা। এতে সুস্থ জীবনযাপন করা সম্ভব’।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।