
কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় মঙ্গলবার দুপুরে উপজেলা বিআরডিবি হল রুমে আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ও ডেমোক্রেসি ইন্টারনেশনালের সহযোগিতায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্বা চন্দন বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ্ মো. ফখরুল ইসলাম ফিরোজ।
প্রজেক্ট কো-অর্ডিনেটর কৃষিবিদ হামিদুর রহমানের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহীন রানা, সাবেক ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন, উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগ সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, প্রজেক্ট ক্যাম্পেইন ফ্যাসিলেটর আনোয়ার হোসেন অনিক ও পলাশ চন্দ্র ধর প্রমুখ। এসময় উপজেলার গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণীর পেশার ৩০ জন লোকজন অংশ নেন।