
বিশেষ প্রতিনিধি: “বিবেক জাগ্রত করুন, জনসচেতনতা সৃষ্টি করুন। নিজে সচেতন না হলে সমাজ পরিবর্তন হবে না। প্রত্যেককে নিজ নিজ প্রতিষ্ঠানের যতœ নিন। এলাকার চেয়ারম্যান মেম্বার হিসেবে আপনি নিজের এলাকার খবর রাখুন। শুধু পুলিশ অপরাধ নিয়ন্ত্রণ করতে পারবে না। পুলিশকে তথ্য দিন। মাদক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা পাড়ায় পাড়ায় বিগ্রেড গড়ে তুলতে পারে, কে মাদক সেবন করে তা শিক্ষার্থীরা খোঁজ রাখবে, নিশেধ করবে। জনসচেতনতা সৃষ্টি করবে। মাদকসেবীরা নিজ পরিবারের সদস্য হলেও ছাড় দেবেন না। ভালো ভালো পরিবারের ছেলে মেয়েরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। মাদক নিয়ন্ত্রণে এখনি পদক্ষেপ নিতে হবে। ” মোহনগঞ্জ উপজেলা প্রশাসন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে শহীদ স্মৃতি মহাবিদ্যালয় মাঠে মাদক বিরোধী সমাবেশে বলছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।
হাওরাঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষায় নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার আর্দশ নগরে একটি পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার বেলা তিনটার দিকে আদর্শ নগর বাজারে এই ভিত্তি প্রস্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান,রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি,নেত্রকোণার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।
পরে জেলা পুলিশের উদ্যোগে আদর্শনগর বাজারে মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। র্যালীর পর মোহনগঞ্জ উপজেলা প্রশাসন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে শহীদ স্মৃতি মহাবিদ্যালয় মাঠে মাদক বিরোধী সমাবেশ ও শপথ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ মঈনউল ইসলামের সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জামাল উদ্দিন আহমেদ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু, মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন, মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মাহমুদ আকন্দ প্রমুখ।
এ সময় বক্তারা মাদক বিরোধী সচেতনা সৃষ্টির লক্ষ্যে সামাজিক ও পারিবারিক ভাবে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সকলের প্রতি আহবান জানান। সমাবেশ শেষে মাদককে না বলে উপস্থিত সকলেই অঙ্গীকার বদ্ধ হন। মাদক বিরোধী সমাবেশে স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে মোহনগঞ্জের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই সহস্্রাধিক শিক্ষার্থীসহ পাঁচ সহস্্রাধিক স্থানীয় এলাকাবাসী মাদক বিরোধী শপথে অংশ নেয়। এর আগে তিন কোটি ৯২ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে পুলিশ ফাঁিড়র চার তলা একটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।