
বিশেষ প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাংলা ভাষাকে প্রতিষ্ঠার জন্য আমদের প্রাণ দিতে হয়েছে। পাক শাসকরা আরবী হরফে বাংলা লেখার জন্য উঠে পড়ে লেগেছিল। তারা উর্দুকে একমাত্র রাষ্ট্র ভাষা করতে চেয়েছিল। কিন্তু রফিক জব্বার সালামরা বুকের রক্ত দিয়ে মায়ের ভাষা বাংলা ভাষাকে মর্যাদার আসনে বসিয়ে দিয়ে গেছেন। পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য প্রাণ দিতে হয়, এ শুধু বাঙ্গালীর পক্ষেই সম্ভব। অথচ এখনো সর্বক্ষেত্রে বাংলা ভাষা চালু সম্ভব হয়নি। এ আমাদের দুর্ভাগ্য। নেত্রকোণা জেলা শহরের মোক্তারপাড়ায় পুরাতন কালেক্টরেট মাঠ প্রাঙ্গনে শনিবার রাতে সপ্তাহব্যাপী বই মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, মহান ২১ শে ফেব্রুয়ারী আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করেছিল বলেই আমারা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার জন্য আন্দোলন করতে পেরেছিলাম এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি। তিনি বলেন, বই মেলা হচ্ছে প্রাণের মেলা। মফস্বল শহরে বই মেলা বা বই উৎসবকে ছড়িয়ে দিতে হবে। জেলা পর্যায় থেকে একে উপজেলা পর্যায়ে নিয়ে যেতে হবে। সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলণ করতে হবে। তিনি বই মেলা থেকে প্রত্যেককে বই কেনার জন্য আহ্বান জানান।
নেত্রকোণা জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বই মেলায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্যও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহ্মুদ হাসান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ মতীন্দ্র সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার নুরুল আমীন তালুকদার প্রমুখ। পরে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বই মেলায় ২০টি বুক স্টল স্থাপন করা হয়।