কেন্দুয়ায় ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় বসন্তের শুরুতে হওয়া বৃষ্টির সাথে বয়ে যাওয়া ঝড়ে অন্তত ৩০ টি কাচা ,আধাকাচা ঘরবাড়ি বিধ্বস্থ হয়েছে। শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে কয়েকটি এলাকার বোরো ফসলের জমি।উপড়ে পড়েছে গেছে গাছপালা। বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় এলাকায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, শনিবার সকালে জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের দলপা ও রামনগর গ্রামে ঝড়ে এই বাড়িঘর বিধ্বস্থ হয়। এছাড়াও উপজেলাটির দলপা ও আশুজিয়া ইউনিয়নে শিলাবৃষ্টিতে উঠতি বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, ঘরবাড়ি বিধ্বস্থ হওয়ায় পরিবারগুলো পড়েছে বিপাকে।

দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্থদের তালিকা প্রণয়ন করা হচ্ছে। পরে তালিকা অনুযায়ী ঘর তৈরীর টিনসহ নগদ টাকা সহায়তা দেয়া হবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।