ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার মিজান

দুুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান দ্বিতীয় বারের মতো ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।

ওসি মিজান শনিবার দুপুরে সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার ময়মনসিংহ রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় জানুয়ারী ২০১৯ মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে দুর্গাপুর থানার মোঃ মিজানুর রহমান কে নির্বাচিত করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রেঞ্জ‘র ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিঃ ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, নেত্রকোণা জেলার পুলিশ সুপার জয়দেব চৌধুরী, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার শাহ মোঃ আবিদ হোসেন, শেরপুর জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, জামালপুর জেলার পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং ময়মনসিংহ রেঞ্জ পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।