
বিশেষ প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোণায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় পর্যায়ে গভর্নেন্স ইনোভেশন ইউনিট (ডিআইইউ), প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে ‘স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে নেত্রকোণা পাবলিক হল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার।
অনুষ্ঠানের উদ্বোধন শেষে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আমাদের দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের মা-বোনদের প্রধানমন্ত্রীকে অনুসরণ করে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলার পরামর্শও দেন।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসানের সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু। প্রধানমন্ত্রী কার্যালয়ের (এসডিজি বিষয়ক) মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ সরকারি কর্মকমিশন কমিশনের সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, নেত্রকোণা জেলা প্রশাসক মঈনউল ইসলাম প্রমুখ।
একই দিনে সদর উপজেলা পরিষদে সামনে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা এবং বাংলাদেশ সমৃদ্ধি অর্জনে তরুণদের অংশগ্রহন এবং বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ (বিডা) হতে গৃহিত কার্যক্রম অবহিতকরণ দু’টি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার, বিশেষ অতিথি থাকবেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু, মুখ্য আলোচক থাকবেন প্রধানমন্ত্রীর মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ,সম্মানিত অতিথি থাকবেন, বাংলাদেশ সরকারী কর্মকমিশনের সদস্য উজ্জল বিকাশ দত্ত, ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান। পৃথক তিন কর্মশালায় ময়মনসিংহ বিভাগের চার জেলার ২১০ জন অংশ নেয়।