
বিশেষ প্রতিনিধি: ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন,‘গ্রাম-শহরের বৈশম্য দূরীকরণ বর্তমান সরকারের অঙ্গীকার। সরকার এ লক্ষে কাজ করছে। আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের দৃশ্য পাল্টে যাবে। এখন হয়তো শুনতে বিস্ময় মনে হলেও এটাই সত্য হবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নেত্রকোণা সরকারি মহিলা কলেজে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কাযক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসুর। বিশেষ অতিথি ছিলেন প্রধান মন্ত্রীর কাযালয়ের সচিব সাজ্জাদুল হাসান। নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য দেন, বাংলাদেশ হাইটেক পার্ক কতৃপক্ষের পরিচালক গৌরীশঙ্কর ভট্টাচায, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান প্রমুখ।