
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহ মন্দিরের বড় পুকুরে বিদ্যার দেবী স্বরসতী পুঁজা পুকুরেের মাঝে হংস পদ্ম মঞ্চে উদযাপন করেন।
রায়পুর, পাইকপাড়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা তিন দিন ব্যাপি উৎসাহ উদ্দীপনার মধ্যে পুঁজা উদযাপন করেন। গোপীনাথ মন্দিরের সেবায়েত বাবু সুমন দত্ত মজুমদার জানান যে, পুলিশ প্রশাসন তাদেরকে সার্বিক সহযোগিতা করেন।