
বিশেষ প্রতিনিধি: সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরিফ আহ্মদ এমপি বলেছেন, সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারায় আনার লক্ষে কাজ করে যাচ্ছে এবং তাদের সার্বিক উন্নয়নে সরকার সচেষ্ট। তাদের শিক্ষার জন্যও প্রকল্প নেয়া হয়েছে। এ লক্ষ্যে সরকার অনেক ধরনের ভাতার ব্যবস্থাও করেছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নেত্রকোণা সমাজকল্যাণ বিভাগ আয়োজিত বেদে, দলিত ও হরিজন সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শেষে কম্পিউটার সনদ বিতরণ ও দুঃস্ত অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।তাই সরকার ১৬ কোটি মানুষের জীবন যাত্রার সাথে অসহায় এবং সমাজের পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের জনগোষ্ঠাকে কাছে এনে তাদেরকে শিক্ষার সাথে সম্পৃক্ত করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য কাজ করছে। তিনি আরো বলেন, স্বাধীনতার বিপক্ষ শক্তি দেশের কোন উন্নয়ন দেখে না। শেখ হাসিনা উন্নয়ন করেছেন বলেই দলিত সম্প্রদায়ের লোকেরা আজ প্রশিক্ষণ শেষে ল্যাপটপ এবং সেলাই মেশিন পাচ্ছেন।
জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, সমাজকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলাল উদ্দিন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমুখ। পরে মন্ত্রী সুইড বাংলাদেশ পরিচালিত নেত্রকোণা প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেন এবং সেখানে প্রতিবন্ধীদের মাছে হুইল চেয়ার বিতরণ করেন।